বিএফডিসি সম্পর্কে
বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন ১৯৬৪ সনে একটি অধ্যাদেশ বলে ইস্ট পাকিস্তান ফিশারিজ ডেভেলপমেন্ট কর্পোরেশন নামে প্রতিষ্ঠিত হয়। স্বাধীনতা পরবর্তীকালে এ্যাক্ট নং-২২/১৯৭৩ এর দ্বারা “বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন” নামকরণ করা হয়। প্রতিষ্ঠালগ্ন হতেই অত্র কর্পোরেশন দেশের মৎস্য ও মৎস্য শিল্পের উন্নয়ন, গভীর সমুদ্র হতে মৎস্য আহরণ, স্বাস্থ্যসম্মত অবতরণ, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ ও বাজারজাতকরণসহ মৎস্য রপ্তানিকারকদের প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করে আসছে। এটি সরকারী মালিকানাধীন সেবাধর্মী স্বশাসিত বাণিজ্যিক প্রতিষ্ঠান, যা ১৪টি ইউনিটের মাধ্যমে দেশের মৎস্য সম্পদ ও মৎস্য শিল্পের উন্নয়নে নিবেদিত। এ কর্পোরেশন জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার সহযোগিতায় ১৯৬৬-৭২ সনে বঙ্গোপসাগরে সাউথ প্যাচেজ, এলিফ্যান্ট পয়েন্ট, ইষ্ট অব সোয়াচ অব নো গ্রাউন্ড ও সোয়াচ অব নো গ্রাউন্ড নামক ৪টি বাণিজ্যিক মৎস্য আহরণ ক্ষেত্র আবিস্কার করে। কর্পোরেশন কাপ্তাই লেকে মিঠা পানির মাছ উৎপাদন সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করে আসছে। কর্পোরেশনের প্রধান কার্যালয় “বিএফডিসি ভবন” ২৩-২৪, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫ এ ঠিকানায় অবস্থিত।
ঢাকা মহানগরীতে বসবাসরত ভোক্তা সাধারণের জন্য বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন প্রধান কার্যালয়ের নীচতলায় অবস্থিত “মৎস্য বিতান” এর মাধ্যমে হাওর অঞ্চল, উপকূলীয় অঞ্চল এবং পার্বত্য অঞ্চলের কাপ্তাই লেক হতে আহরিত বিভিন্ন প্রজাতির সামুদ্রিক ও মিঠা পানির ফরমালিনমুক্ত মাছ বাজারজাত ও বিক্রি করে আসছে। এখানে নেত্রকোনার মোহনগঞ্জ, ভৈরব, সুনামগঞ্জ, খুলনা, বরিশাল, পাথরঘাটা, কক্সবাজার এবং কাপ্তাই লেক হতে আহরিত আপনার পছন্দের রুই, কাতলা, ইলিশ, বোয়াল, চিতল, চিংড়ি, কাজুরী, বাইল্যা, আইড়, কোরাল, রুপচান্দা, রাঙ্গাচৌখা, টুনা, পোয়া, লইট্টা, পাবদা, রিটা, বাতাসী, টেংরা, তপসী, পাঁচমিশালী ইত্যাদি সামুদ্রিক ও মিঠা পানির ফরমালিনমুক্ত মাছ পাওয়া যাচ্ছে। ১০০% ফরমালিনমুক্ত সুস্বাদু মাছ সংগ্রহ করতে আজই চলে আসুন বিএফডিসি পরিচালিত মৎস্য বিতানে।